সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জ থেকে সন্ত্রাস, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা এবং সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সমূলে নিশ্চিহ্ন করার ঘোষনা দিলেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ। ওসি মীর শাহীন পারভেজ বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকে কেউ বলতে পারবে না যে সঠিক ভাবে আইনগত সহযোগীতা পায়নি । মানুষের জানমাল রক্ষা করার জন্য এবং সততার সাথে পবিত্র এই দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনীতে যোগদান করেছি। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করতে দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের এবং বিভিন্ন ধরনের অপরাধীদের নিশ্চিন্ন করাই হবে আমাদের প্রধান কাজ। মীর শাহীন পারভেজ আরও বলেন, যাদের কারনে সমাজ আজ ধ্বংস হচ্ছে আমরা তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করবো। যত প্রভাবশালী হোক না কেন অপরাধ করলেই শাস্তি পেতে হবে। ওসি শাহীন পারভেজ বলেন, আমাদের নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহদয়ের নেতৃত্ব পুরো নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। যে কোন অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে তথ্য দেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহবান জানান ওসি শাহীন পারভেজ। যতদিন বাঁচবো ততদিন আদর্শ আর সততার সাথে ভুক্তভোগী সাধারন মানুষকে আইনগত সহযোগীতা করে যাবো ইনশাআল্লাহ। সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন বাসিন্দারা বলেন, আগের তুলনায় এখন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের উৎপাত কমেছে। তবে সবসময় যদি পুলিশ প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে তাহলে কিছুটা শান্তিতে সাধারন মানুষ থাকবে। পুলিশ এমন কঠোর অবস্থানে থাকায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশিদকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজকেও ধন্যবাদ জানান তারা।