ডেস্ক রিপোর্ট: অবশেষে মেজর সিনহা হত্যা মামলার মুল আসামীদের মধ্যে ওসি প্রদীপকে আত্মসমর্পন করতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্কট টিম ও জেলা পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশের টিম।
দুপুরে চট্টগ্রাম থেকে তাকে বহন করে সিএমপির তিনটি গাড়ির সহযোগিতায় কক্সবাজার আদালতের উদ্দ্যেশে রওনা হয়।
এর আগে হত্যার নির্দেশদাতা টেকনাফ থানার ওসি(প্রত্যাহার) প্রদীপ কুমার দাস গত ৪ আগষ্ট থেকে স
জানতে চাইলে সিএমপিরঅতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) শ্যামল কুমার নাথ সিভেয়সকে বলেন, ‘প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা দায়েরের পর তিনি আজ সকালে চট্টগ্রাম আদালতে আত্মসর্মপণ করতে যান। সেখানে আইনজীবীরা বলেছেন এখানে তা করা যাবে না কক্সবাজারেই আত্মসর্মপণ করতে হবে। সে হিসেবে প্রদীপ দুপুরের দিকে দামপাড়া পুলিশ লাইনে এসে আমাদের কাছে সহযোগিতা চান। আমরা একজন আইন মান্যকারী পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে সহযোগিতা করছি। তার নিরাপত্তার কাতিরে সিএমপির পক্ষ থেকে পুলিশ স্কট দিয়ে তাকে কক্সবাজার আদালতে পৌঁছে দেওয়া হচ্ছে।’
এর আগে গত ৫ আগষ্ট দুপুরে টেকনাফ সিনিয়র জুডিশিইয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি ঐদিন রাত ১০ টায় টেকনাফ থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
উক্ত মামলায় আসামী করা হয় ওসি (প্রত্যাহার) প্রদীপ সহ ৯ জনকে।
নিউজ৭১/এআরএন