দক্ষিণ আফ্রিকায় আজ করোনা সংক্রমণ বেড়েছে। আজ ১০ ফেব্রুয়ারী বুধবার নতুন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ৩১৫৯ জনের; মৃত্যুবরণ করেছেন ২৭৬জন এবং সুস্থতার হার বেড়ে ৯২.৭% উন্নীত হয়েছে।
আজ নতুন আক্রান্ত সহ সর্বমোট আক্রান্ত ১৪,৮২৪১২জন; সর্বমোট মৃত্যু ৪৭১৪৫ জন; এবং এই পর্যন্ত সুস্থ হয়েছেন- ১৩,৭৪৩৬৮জন; বর্তমানে অসুস্থ রয়েছেন ৬০৮৯৯ জন।