শাপলা টিভি:
গত এক সপ্তাহের মধ্যে আজ দক্ষিণ আফ্রিকায় নতুন সনাক্ত ও মৃত্যু বেড়েছে। আজ নতুন সনাক্ত ৭৫৬ এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের যা গতকালের চেয়ে প্রায় দ্বিগুন।
এদিকে দক্ষিণ আফ্রিকায় করোনার শুরু থেকে এই পর্যন্ত ১ কোটি ২০ হাজার লোকের টেস্ট সম্পন্ন হয়েছে; এরমধ্যে ১৫,৫৩৬০৯ জনের কভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়েছে।