শাপলা টিভি রিপোার্টঃ
বাংলাদেশ আওয়ামীলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারী) জোহানেসবার্গের ফোর্ডসবার্গে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আউয়াল সোহেল।
দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিনার নুর-ই হেলাল সাইফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাছের হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক ওমর ফারুক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।