ফটিকছড়ি প্রতিনিধি ॥ ইসলাম ধর্মকে কলুসিত করতে বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে বলে অভিমত ব্যক্ত করেছেন হেফাজত ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবু নগরী। যুগে যুগে এসব ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু আলেম ওলামারা কোরআন হাদীদের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরায় ষড়যন্ত্রকারীরা পরাস্থ হয়েছে। তাই ইসলামের মর্মবাণী যথাযত ভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই হলো আলেম সমাজের কাজ । তিনি শুক্রবার ফটিকছড়ির জামেয়া ইসলামীয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিলে তকরীর করছিলেন।
মাহফিলে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লীর সমাগম ঘটেছে। দুইদিন ব্যাপী মাহফিলে গুরুত্ব পুর্ণ বয়ান করেছেন ঢাকার বাড়িধারা মাদ্রাসার মোহাদ্দেস আমজাদ হোসেন, ঢাকার আফতাব নগর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আবু মুছা, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাহমুদুল হাসান, ঢাকার বনশ্রী রামপুর মাদ্রাসার সাইখুল হাদীস মাওলানা ইয়াহিয়া মাহমুদ, বিশিষ্ট ইসলামী স্কলার আ ফ ম খালেদ হোসেন প্রমুখ।
নিউজ৭১/জেএম