শাপলা টিভি রিপোর্টঃ
“ওরা আমার সবকিছু নিয়ে গেছে কিন্তু আমার প্রাণ নিতে পারে নি। আমার ঈশ্বর আমার জন্য যুদ্ধ করেছেন।”
“আমি ঈশ্বরকে মহিমা প্রদান করি। বিশ্বস্ত ঈশ্বর। যে ঈশ্বর আমার জন্য যুদ্ধ করেছেন, যিনি আমাকে সিংহের চোয়াল থেকে বাঁচিয়েছেন। হালেলুজাহ (প্রার্থনা)।”
উপরের কথাগুলো বলেছেন সম্প্রতি ডাকাতি ও কিডন্যাপিংয়ের শিকার দক্ষিণ আফ্রিকান টিভি ও রেডিও ব্যক্তিত্ব থামি এংগুয়াবে।
তিনি এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান, আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।
সম্প্রতি জোহানেসবার্গের একটি রাস্তা থেকে থামির কার সহ অপহরণ করে একটি চক্র। তারা থামি এংগুয়াবের মাথায় অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়। পরে তার কাছ থেকে মুল্যবান জিনিসপত্র, নগদ অর্থ নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানান এংগুয়াবে।