স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আলোচিত সুযোগ্য পুলিশ সুপার হারুন-অর রশিদ দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠেছে নারায়ণগঞ্জবাসীর কাছে। হারুন-অর রশিদ নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকে সাধারন মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অপরাধ দমনে কঠোর ভূমিকায় এসপি হারুন হয়ে উঠে নারায়ণগঞ্জের হিরো। তাই ব্যবসায়িক সমিতির সদস্যরা এসপি হারুন-অর রশিদকে ভালোবেসে মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটে চাষাড়ার মার্ক টাওয়ার সামনে এসপি হারুন-অর রশিদ ও জেলা পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে ব্যানার টানায়। পরে ব্যবাসায়িক সমিতির সদস্যদের লাগানো ব্যানার পুলিশ সদস্যরা সরাতে চাইলে ব্যবসায়ীরা পুলিশকে বাধা দেয়। ব্যবসায়িক সমিতির সদস্যরা সাহসী এসপি হারুনকে ভালোবেসে ব্যানারটি টানিয়েছেন। নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশিদ মাত্র কয়েক মাসের মধ্যে নারায়ণগঞ্জবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এসপি হারুন-অর রশিদ অপরাধীদের কঠোর ভাবে দমন করায় প্রশংসিত হয়েছে বলে মনে করেন সচেতন মহল এবং অচিরেই নারায়ণগঞ্জ সন্ত্রাস মুক্ত হবে।