সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ টি ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় এলাকাবাসীর উদ্যোগে প্রধান প্রধান সড়কে বাঁশ, কাঠ, টেবিল ও টুল ও কাটাঁতারের বো দিয়ে সড়ক লকডাউন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী ওলামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরীর উদ্যোগে গতকাল সোমবার সকাল ৭ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার প্রবেশদ্বারে সড়ক কাঠ, টেবিল, টুল দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লার মূল সড়কের প্রবেশদ্বার বাঁশ কাঠ ও কাটা তারের বেড়া দিয়ে লক করে দেওয়া হয়েছে। ওলামীলীগের প্রথিষ্ঠাতা সভাপতি হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দিক নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে প্রচারনা চালাচ্ছেন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার জন্য। যার কারণে যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে। গত রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আরো কঠোর অবস্থান নিয়েছেন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হলেই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরী প্রশাসনকে এই কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তাই তিনি সচেতন নাগরিক হিসেবে সিদ্ধিরগঞ্জের অভিজাত এলাকা হীরাঝিলে প্রবেশের মূল গেটে সকালেই ছোট যানবাহন ও যাতে চলাচল না করতে পারে সেজন্য সড়ক লকডাউন করেছেন। নারায়ণগঞ্জ টু সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে সড়কের আদমজী ইপিজেডের সন্নিকটে র্যাব ১১ এর সদর দপ্তরের সামনে ও কাটা তারের বেড়া দেওয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে। এছাড়া গোদনাইল মন্ডলপাড়া, ২ নং ঢাকেশ্বরীসহ বিভিন্ন এলাকায় এলাকাবাসী স্ব-স্ব উদ্যোগে সড়ক লকডাউন করা হয়েছে। র্যাব পুলিশ ও সেনা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সড়ক লক ডাউন করার কারণে মানুষ জন চলাচল সীমিত হয়ে পড়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, লোকজন যাতে বাড়ি থেকে রাস্তায় বের না হয় সে জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।