ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের কর্ণফুলী নদীকে দূষণ ও অপদখলের হাত থেকে রক্ষা করে তার নান্দনিক রূপ ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে কর্ণফুলী নদীর দূষণ রোধ, নাব্যতা বৃদ্ধি ও অবৈধ দখল রোধ কল্পে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদফতর ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরা অংশ নেন।
নিউজ৭১/জেএম/এআরএন