ডেস্ক রিপোটঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র ৩০তম কমিশনার হিসেবে যোগদান করেছেন সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।
(৭ সেপ্টেম্বর) সোমবার সিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
গত (৩১ আগস্ট) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে সালেহ মোহাম্মদ তানভীরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার থেকে সিএমপির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।
সিএমপি কমিশনার নতুন কমিশনার কর্মস্থলে যোগ দিলে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমনো বেগম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারশেন) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম-পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর।
নিউজ৭১/জেএম/এআরএন