সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহন গত ১৯ ও ২০ জুলাই প্রায় ১ লক্ষ ৬০ হাজার ৪ শত ছিয়ানব্বই টি পরিবহন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে এই পরিবহন গুলো ত্যাগ করেন।কাচঁপুর হাইওয়ে পুলিশের এত সুন্দর কার্যক্রম দেখে পরিবহনের যাত্রী এবং চালকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।দীর্ঘ কয়েক বছর ঈদমুখী পরিবহন গুলো ঘন্টার পর ঘন্টা রাস্তায় মহাসড়কে বসে থাকতে হয় এতে যাত্রীরা বিভিন্ন ধরনে বিরক্ত বোধ করেন ।যাত্রীরা পরিবহন চালকের উপর আক্রমন করে এবং গাড়ি ভাঙ্গচুর করেন।এই প্রথম দেখলাম মহাসড়ক দিয়ে এত সুন্দর ও সুষ্ঠ ভাবে মহাসড়ক রাস্তা পার হতে পেরেছি, আমরা পরিবহন চালক ও যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করছি।যারা সরকারে ভাবমুর্তি সুনাম ও প্রসংশিত করেছে তারা হল মহাসড়কের হাইওয়ে পুলিশ। এর আগে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন কালে মহাসড়ক দীর্ঘ যানজটে ভোগান্তি পোড়াতে হয়েছে।
কাচঁপুর হাইওয়ের পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন ,কাচঁপুর হাইওয়ে আওতাধীন ৮৪ কিলোমিটার মহাসড়ক দিয়ে দুই দিনে ১ লক্ষ ৬০ হাজার ৪ শত ছিয়ানব্বই টি পরিবহন চলাচল করেছে,যাত্রীদের সন্তুষ্ঠি প্রকাশ করেছে।ঈদুল আযহা উপলক্ষে দুই দিনে পরিবহন চালক ও যাত্রী দের মহাসড়কে হাইওয়ে পুলিশের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন হয়েছে। মনিরুজ্জামান আরো বলেন, গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশে এস পি আলী আহম্মদ খান এর সঠিক দিক নির্দেশনায় হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।তার নির্দেশ মতে দিন-রাত মহাসড়কে দায়িত্ব পালন করে মহাসড়কে যানজট নিরসনে সফল ভুমিকা পালন করছে।মেঘনা টুল প্লাজা তথ্যমতে আমরা দেড় লক্ষাধিকের বেশি পরিবহন আমাদের আওতাধীন মহাসড়ক দিয়ে পরিবহন সুন্দর ও সুষ্ট ভাবে চলাচল করতে সক্ষম হয়েছে।ঈদমুখী পরিবহন ও যাত্রীদের চলাচলে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়া মহাসড়কে সুন্দর পরিবেশে যাত্রা ব্যবস্থা করতে পেরেছি।