ডেস্ক রিপোর্ট ॥ কাটিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ১৯৭৪ ব্যাচের নির্বাচিত কর্মকর্তাবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বিকালে নগরীর আগ্রাবাদস্থ হোটেল ল্যান্ড মার্কে সংগঠনের সভাপতি কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের আগামী এক বছরের নীতিমালা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। এ ছাড়া অচিরে একটি ওয়েলফেয়ার ফান্ড, শিক্ষাবৃত্তি, চিকিৎসা ক্যাম্প ও কাটির হাট স্কুলে একটি পুনর্মিলনী বিষয়েও আলোচনা করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রফেসর গোলাম কাদের চৌধুরী ও আলী আকবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক ও সচিব (সাবেক) সফিউল আলম চৌধুরী, ব্যবসায়ী ও উদ্যোক্তা পরিচালক মাহবুবুল আলম চৌধুরী, চিকিৎসক ডা: কাজী জয়নাল আবেদীন ও সমাজ সেবক ও ব্যবসায়ী আক্তার হোসেন।