ডেস্ক রিপোর্টঃ
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ’র মৃত্যুর পর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ।কুয়েতের ১৬ তম আমিরে হিসেবে তিনি এই শপথ নিয়েছে।
গত বুধবার সকালে দেশটির জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সাংবিধানিক ভাবে সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এই শপথ গ্রহন করেন।
শপথে নতুন আমির বলেন,”আমি সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি যে, রাষ্ট্রের সংবিধান ও আইনকে সম্মান করি এবং জনগনের স্বাধীনতা,স্বার্থ ও অর্থ এবং জাতির স্বাধীনতা ও আঞ্চলিক অখন্ডতা রক্ষা করবো”।
নিউজ৭১/জেএম/এআরএন