অপরাধ ও আইন আদালতচট্টগ্রামমহানগরশিরোনামসারাদেশ ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, ৮ পুলিশের বিরুদ্ধে মামলা দ্বারা শাপলা টিভি - আগস্ট ২০, ২০২০ 0 12 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin Email Print Telegram VK Viber Naver ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক ব্যবসায়ীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় ও ইয়াবা দিয়ে চালান দেওয়ার অভিযোগে ৮ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগি ব্যবসায়ী মো. আবদুল ওয়াহেদ । মামলায় অভিযুক্তরা হলেন,বায়েজিদ থানার পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম, এক উপ পরিদর্শক,চার সহকারী উপ পরিদর্শক,এক কনস্টেবলসহ ডোনার রুবেল নামে পুলিশের এক সোর্স । আদালত মামলাটি গ্রহণ করে সিএমপি’র উপ-কমিশনার (উত্তর)কে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী মো. আলমগীর। গত ১৩ জুলাই রাতে বায়েজিদ থানাধীন মুরাদনগর জামাল কলোনী থেকে বাদিসহ চারজনকে ধরে নিয়ে মারধর করে অভিযুক্তরা। এসময় ২ লাখ টাকা দাবী করে অভিযুক্ত পুলিশ সদস্যরা। টাকা না দেয়ায় প্রত্যেককে ইয়াবা দিয়ে কোর্টে চালান দেয়া হয়। নিউজ৭১/জেএম