অপরাধ ও আইন আদালতচট্টগ্রামমহানগররাজনীতিশিরোনামসারাদেশগ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে এনডিএম’র মানববন্ধনদ্বারা শাপলা টিভি - আগস্ট ২১, ২০২০016ShareFacebook Twitter WhatsApp Linkedin Email Telegram VK Viber ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ফরিদুল আলম, আব্দুস সোবাহান, দিলীপ দাস সহ অন্যরা। এসময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিউজ৭১/জেএম