শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার জনবহুল ঘাউটেং প্রদেশের করোনা সংক্রমন এখন নিয়ন্ত্রনের বাহিরে। প্রতিদিন দ্বিগুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে; রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।
এমতাবস্থায় সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে ঘাউটেং প্রদেশ। আজ বিকেল থেকে সেনাবাহিনীর মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছে। জোহানেসবার্গের ক্রিস হানি বারাগোনাথ হাসপাতালে সেনাবাহিনীর মেডিকেল টিমের প্রধান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রভিন্সের বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনীর ডাক্তার প্রদান করা হবে।
এদিকে, ঘাউটেং প্রভিন্সের প্রিমিয়ার জানান, ঘাউটেং প্রভিন্সে করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে ঘাউটেং প্রভিন্স ৫০০০ আউটসাইড ওয়ার্কার ও ৫০০০ হেলথ ওয়ার্কার নিয়োগ দিয়েছে; যদিও তা পর্যাপ্ত নয়।
উল্লেখ্য, গতকাল পুরো দেশে ১৩১৫৫ জন নতুন সনাক্ত হয়েছেন যার মধ্যে শুধুমাত্র ঘাউটেং প্রদেশে ৮৬৪০ জন সনাক্ত হয়েছে।