ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। একই সাথে বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রমে নির্মিত দোকানের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলারও নির্দেশনা দেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন ও গণশুনানিকালে তিনি এ নির্দেশ দেন। চসিকের সাথে চুক্তিতে ১৫০ বর্গফুটের দোকান করার কথা থাকলেও প্রতিটি দোকান ২০০ বর্গফুটে বর্ধিত করা হয়েছে। জনসাধারণের চলাচলের রাস্তা সংকুচিত করে দোকানের আসন বসানো হয়েছে। এ ছাড়াও চুক্তির শর্ত লংঘন করে দোতলা ভবন নির্মাণ করে দোকান বসানো হয়েছে । এসব অনিয়ম ও অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন চসিক প্রশাসক সুজন। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মুফিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ৭১/জেএম