ডেস্ক রিপোর্ট :চট্টগ্রামের সদরঘাট ও আনু মাঝিরঘাট গুদাম শ্রমিকদের জড়িয়ে বখশিসের নামে মাসে কোটি টাকার চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সদরঘাট এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে কয়েকশত গুদাম শ্রমিক অংশ নেয়। মিছিলটি সদরঘাট,মাঝিরঘাট ও বাংলা বাজার এলাকা পদক্ষিন করে। সদরঘাট থানা ও ঘাট গুদাম শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা সফর আলী,সদরঘাট থানা গুদাম শ্রমিকলীগ নেতা মো.ইদ্রিস আলী হাওলাদার, মো. নাসির উদ্দিন পলাশ,মো. মনির,মো. ইয়ার উদ্দিন হাওলাদার, মো. জুয়েল সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ৭১/জেএম