ডেস্ক রিপোর্ট ॥চট্টগ্রামে গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পালন, ভাড়া তদারকি এবং গাড়ির কাগজপত্র যাচাইয়ে নগরীর চান্দগাঁও, লালখানবাজার, টেকনিক্যাল মোড় এবং কাস্টম মোড় এবং ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে জামান চৌধুরী, লুৎফুর রহমান এবং শান্তনু কুমার দাশ। অভিযানে ৪৪টি মামলা করাসহ প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। জব্ধ করা হয় বেশ কিছু গাড়ীর লাইসেন্স।
নিউজ৭১/জেএম