ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম নগরীর চাঁদগাও এলাকায় সিএনজি অটোরিক্সা থেকে জোর পূর্বক নামিয়ে গণধর্ষনের শিকার হলেন এক নারী।
গতকাল নগরীর চাঁদগাও এলাকায় রাত আনুমানিক ১১ টায় রাঙ্গুনিয়া থেক ফিরে চাঁদগাও থেকে অটো রিক্সা যোগে বাসায় ফেরার পথে মৌলভিপুকুর পাড় এলাকায় সঙ্ঘবদ্ধ একটি দল জোর পূর্বক ঐ নারীকে অটোরিক্সা থেকে নামিয়ে নিয়ে ধর্ষন করে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)র উপ পুলিশ কমিশনার (উত্তর) এর কার্য্যালয়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর)বিজয় বসাক এক সংবাদ সম্মেলনে ৮ জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।
এঘটনায় আটক ধর্ষক ৮ জন হলেন ,জাহাঙ্গীর আলম(৩৮),মো ইউসুফ(৩২), মো রিপন(২৭),মো সুজন(২৪),দেব বড়ুয়া প্রকাশ জোবায়ের হোসেন(৩১), মো শাহেদ(২৪),রিন্টু দত্ত প্রকাশ বিপ্লব(৩০) ও মনোয়ারা বেগম প্রকাশ লেবুর মা(৫৫)। মনোয়ারা বেগমের বিরুদ্ধে ধর্ষনে সহায়তা করার কথা জানান পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, এক নারী রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসছিলেন। পথে মৌলভী পুকুর পাড় এলাকায় জাহাঙ্গীর সহ আসামিরা ঐ নারীকে অটোরিক্সা থেকে নামিয়ে জোর পূর্বক ধর্ষন করে।
ঘটনার বিষয় জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন যিনি ধর্ষনে সহায়তাকারী।
এঘটনায় জড়িত বাকী আসামীদের কেও আটকের চেষ্টা চলছে বলে জানালেন উপ-কমিশনার(উত্তর)।
এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) নাদিরা নুর, সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার, সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম, চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার.