ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামে জীবিত এক যুবককে বন্দুকযুদ্ধে’ মৃত উল্লেখ করে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগে নগর পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা দীপংকর চন্দ্র রায় নগরীর খুলশী থানায় উপ পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ।
গতকাল মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের এক উপ কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় ২০১৮ সালের একটি হত্যা চেষ্টা মামলায় আসামী জয়নালকে বন্দুকযুদ্ধে’ মৃত উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দেন এসআই দীপংকর চন্দ্র রায়। তিনি ওই সময় বায়েজিদ থানায় কর্মরত ছিলেন।
নিউজ৭১/জেএম