ডেস্ক রিপোর্টঃ
প্রতিভাবান ফুটবলখেলোয়ার সৃষ্টির লক্ষ্যে এক ঝাক ক্ষুদে কিশোর ফুটবলার নিয়ে চট্টগ্রামের এম এ আজিজ ষ্টেডিয়ামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমী।
শনিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃমসিউল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুল হান্নান মিরণের পরিচালনায় ১ম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম,কিল্পটন গ্রুপের চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক এমডি এম মহিউদ্দিন চৌধুরী এম জে এফ,উপদেষ্টা ও পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ৭১/জেএম/এআরএন