ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে আজ রোববার (৪ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।এ উপলক্ষ্যে আজ সকালে নগরীর মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী,প্রশাসকের একান্ত সচিব আবুল হাসেমসহ অন্যরা উপস্থিত ছিলেন। আজ থেকে আগামী ১৭ ই অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম নগরীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
নিউজ৭১/জেএম/এআরএন