ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগরীর বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে।
গতকাল (৯ সেপ্টেম্বর) বুধবার নগরীতে দিনব্যাপি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। এসময় নগরীর চকবাজার দিদার মার্কেটের সেভেন স্মার্ট খোদেজা ফার্মেসি, চন্দনপুরা এলাকার সিটি ফার্মাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে প্রায় লক্ষাধিক টাকা অর্থদন্ড করা হয়। একইসাথে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কসমেটিক্স ও ওষুধ ধ্বংস করা হয়।
নিউজ৭১/জেএম