অপরাধ ও আইন আদালতচট্টগ্রামমহানগরশিরোনামসারাদেশচট্টগ্রামে ৭ নারী ছিনতাইকারী গ্রেফতারদ্বারা শাপলা টিভি - অক্টোবর ১, ২০২০07ShareFacebook Twitter WhatsApp Linkedin Email Telegram VK Viber ডেস্ক রিপোর্টঃচট্টগ্রামে নারী ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার দুপুরে নগরীর আন্দরকিল্লা মল-২৪ শপিং কমপ্লেক্সের সামনে থেকে ছিনতাইয়ের সময় স্বর্ণালঙ্কার-টাকাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ৭ নারী ছিনতাইকারী হলেন- রহিদা বেগম (২৫), ববিতা বেগম (৩৫), পাপিয়া (৪০), সাথী আক্তার (২৮), রিমা আক্তার (২৫), বিলকিস বেগম (২৫) এবং রুমা আক্তার (২০)। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার ৭ নারী সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা নানা সময়ে দলবেধে ছিনতাই করতো।