ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম বন্দরে ঘোষনা বর্হিভুত পন্য আমদানি সন্দেহে একটি এলাচের চালানের কন্টেইনার আটক করা হয়েছে। গতকাল রোববার বিকালে গোয়ন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করেছে চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখা। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার ঘোষণা অনুযায়ী ১ টন আমদানি করা এলাচ ডেলিভারি হওয়ার আগে আটক করা হয়। চালানটির আমদানিকারক ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ারের রেইনবো আইস নামের একটি প্রতিষ্ঠান। চালানটি খালাসের জন্য সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। পরে গোপন সংবাদ থাকায় শতভাগ কায়িক পরীার জন্য চালানটি আটক করা হয়েছে।
নিউজ৭১/জেএম