ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটিতে জাহাজের ধাক্কায় অত্যাধুনিক হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ভেঙে গেছে। ফলে ওই ক্রেন দিয়ে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বহির্নোঙর থেকে ‘মাউন্ট ক্যামেরন’ জাহাজটি এনসিটি-৫ জেটিতে আনার সময় এনসিটি-২ এর সামনে টার্ন নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বন্দর সচিব ওমর ফারুক বলেন, জাহাজের ধাক্কায় বন্দরের এনসিটিতে ৮ নম্বর কি গ্যান্ট্রি ক্রেনটি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজ৭১/জেএম