ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ১৬৮ জনকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন এ বদলির আদেশ দেন।
চসিক সূত্র জানায়, চসিকের স্বাস্থ্য খাতের হারানো গৌরব পুনরুদ্ধারে দায়িত্ব গ্রহণের পর থেকেই মতবিনিময়, হাসপাতাল পরিদর্শন, খোঁজখবর করে আসছিলেন প্রশাসক সুজন। তারই অংশ হিসেবে ১৬৮ জনকে বদলির সিদ্ধান্ত হয়েছে। বদলির তালিকায় আছেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, স্টোর কিপার, কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে কর্মরতরা। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, প্রশাসকের অনুমোদনক্রমে স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। এর আগে রাজস্বসহ অন্যান্য বিভাগেও বদলি করা হয়েছিল।
নিউজ৭১/জেএম