ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১ ওয়ার্ডের সচিবসহ বিভিন্ন পদের ৪৮জনকে একযোগে বদলি করা হয়েছে। এটি চসিকের ওয়ার্ড সচিব পর্যায়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রদবদল। চসিক কর্মকর্তারা বলছেন চসিকের কাজে নতুন গতিশীলতা আনতে এই রদবদল। গতকাল সোমবার দুপুরে চসিকের সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। আগামী ২০ আগস্টের মধ্য বদলিকৃতদের নতুন কর্মস্থলে অবশ্যই যোগ দিতে বলা হয়েছে। বদলির বিষয়টি নিশ্চিত করে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বলেন, ৪১ টি ওয়ার্ডের সবাইকে বদলি করা হয়েছে। নাগরিক সেবার কাজে গতিশীলতা আনতেই এমনটা করা হয়েছে।
নিউজ৭১/জেএম