ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি এ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার দায়ে বরখাস্ত হয়ছেনে এক চালক। চুরি করা তেলের দশগুণ জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার পরই তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছি।সংশ্লিষ্টি কর্মকর্তাকে বলেছি তার বিরুদ্ধে অফিসিয়ালি যত ব্যবস্থা আছে সব নিতে।পাশাপাশি সে যে পরিমাণ তেল চুরি করেছে তার দশগুণ যেনো জরিমানা দেয়।
এর আগের দিন তিনি বলেছিলেন জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। বরখাস্ত হওয়া চালকের নাম কাজল চন্দ্র সনে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চসিকের পরিচালিত একটি এ্যাম্বুলেন্সের তেল চুরির বেশ কয়েকটি ছবি।
চসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, তেল চুরির বিষয়টি আমরা জানার পরপরই প্রশাসক মহোদয়কে অবহিত করি। উনার নির্দেশ মতে এ্যাম্বুলেন্সের চালক কাজল চন্দ্র সেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজ৭১/জেএম