ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের অনুমোদনে এই রদবদল হয়েছে। এছাড়া নগরীর ফুটপাত, সড়ক ও সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের কাজে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য চসিকের আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রশাসক সুজন। গতকাল বুধবার চসিকের সচিব আবু শাহেদ চৌধুরীর সই করা অফিস আদেশের মাধ্যমে ২৪ জনকে বদলি করা হয়েছে। তাদের ১৬ আগস্টের মধ্যে অবশ্যই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
নিউজ৭১/জেএম