আন্তঃ ডেস্ক:
হুবেই প্রদেশের উহান শহরেই নতুন করে করোনা সংক্রমণ না থাকায় স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
( ২৮ আগস্ট) শুক্রবার উহানের স্থানীয় সরকার থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার থেকে সব স্কুল ও কিন্ডারগার্টেন খোলা হবে। আর উহান বিশ্ববিদ্যালয় খোলা হবে সোমবার থেকে।
জানা যায়, উহান শহর জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ২ হাজার ৮৪২টি আর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছেন প্রায় ১৪ লক্ষ্য শিক্ষার্থী।
তবে স্কুলে আসা-যাওয়ার করার সময় মাস্ক পরা ও সম্ভব হলে গণপরিবহন পরিহার করার করতে বলা হয় শিক্ষার্থীদের।
স্কুলগুলোকে সাস্থ্যবিধি মানতে নির্দেশ দিয়ে বলা হয়,তারা যেন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সবধরনের সরঞ্জামাদি মজুত রাখেন। এছাড়া যেকোনো ধরনের অপ্রয়োজনীয় জনসমাগম পরিহার করে চলার কথাও বলা হয় নির্দেশনায়। তাছাড়া করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষকে জমা দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজ৭১/জেএম/এআরএন