

ডেস্ক রিপোর্ট ॥
চট্টগ্রামের সীতাকুন্ডে ইউনিয়ন পরিষদের সরকারী গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ করায় অভিযোগকারী ইউপি সদস্যদের উপর হামলা চালিয়েছে চেয়ারম্যানের লোকজন। সকাল ১১ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন।


এ ঘটনায় দুই ইউপি সদস্যসহ অন্তত ১০/১৫ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গত ২৬ ও ২৭ জুলাই প্রায় ৭ লাখ টাকা মুল্যের সরকারী ৮০টি গাছ বিনা টেন্ডারে কেটে মাত্র ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেন চেয়ারম্যান মনির আহমেদ।
এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন ও এয়াকুব বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন। ইউএনও’র নির্দেশে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। সকালে তদন্ত কমিটি ঘটনাস্থলে গেলে চেয়ারম্যানের লোকজন অভিযোগকারী মেম্বারদের উপর এ হামলা চালায়।
নিউজ৭১/জেএম