ডেস্ক রিপোর্টঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ১৫০০ পিস ইয়াবা সহ ১ আসামীকে গ্রেফতার করা হয়।
গত (১৩ সেপ্টেম্বর) রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় চট্টগ্রামের খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের এর বিপরীত পাশের সড়কে ঢাকা মেট্রো-ট-১৫-৬৬১৬ যাত্রীবাহী বাস এনা পরিবহনের এক যাত্রীর দেহ তল্লাশী করে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা বহনকারী আসামী- মোঃ ইদ্রিস মিয়া(২৭) টেকনাফের মৌলভী পাড়া জাহেদ হোসেনের বাড়ির জাহেদ হোসেন এর ছেলে।
আসামি মোঃ ইদ্রিস মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম আটক করে পটিয়া মমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে, তার নামে একাধিক মামলার কথা স্বীকার করেছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তারা।
নিউজ৭১/জেএম/এআরএন