সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আইন অমান্যকারী গাড়ী ও চালকদের বিরুদ্ধে মামলা এবং বৈধ গাড়ীর চালকদের ট্রাফিক পুলিশের ফুলের শুভেচ্ছা দিয়ে ট্রাফিক সপ্তাহ শেষ করেছেন সাইনবোর্ড এলাকার ইনচার্জ টিআই মোহাম্মদ জিয়াউল করিম। সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা এবং বৈধ যানবাহনের চালকদের ট্রাফিক আইন মানা ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকায় রজনীগন্ধা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। শনিবার সকাল ১১ ঘটিকার সময় সাইনবোর্ড এলাকায় নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি আবদুর রশিদ, টিআই প্রশাসন মোল্যা তসলিম, টিআই জিয়াউল করিম, টিআই শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, যেসব যানবাহনের কোন ধরনের কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে আমার কঠোর ব্যবস্থা গ্রহন করেছি। আর যারা যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে পেরেছে তাদের আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। বৈধ যানবাহনের চালকদের ফুল দেওয়াতে যারা এখনো কাগজপত্র ঠিক করেনি তারা উৎসাহিত হয়ে কাগজপত্র ঠিক করবে এ আমাদের বিশ^াস। অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।