স্টাফ রিপোর্টার
সম্পতির হিসাব বিবরনী দাখিল না করার মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপনের ৩ বছরের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার ৭ নং বিশেষ জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী মেজবাহ উদ্দিন স্বপন পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন। অবৈধ সম্পদের খোজ পাওয়ায় ২০১৪ সালের ২৮ আগস্ট মেজবাহ উদ্দিন স্বপনের বিরুদ্ধে কমিশন থেকে সম্পদ বিবরণীয় হিসাব চেয়ে নোটিশ করা হয়। কিন্তু তিনি সম্পদ বিবরনী দাখিল না করায় পরে মামলা করে দুদক।