শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা’র বিরুদ্ধে আদালত অবমাননার জন্য সাংবিধানিক আদালতে অভিযোগ দিতে যাচ্ছে স্টেট ক্যাপচার অব কমিশন।
কমিশন তাকে দুই বছরের জন্য কারাবাস চেয়েছে এবং জুমাকে গ্রেফতারের জন্য পুলিশমন্ত্রী ভেকি চেলে এবং জাতীয় পুলিশ কমিশনার খেখলা সিটোলকে আহবান জানিয়েছে।
জুমা গত সপ্তাহে কমিশনের সামনে হাজির হওয়ার জন্য সমন পেয়েও হাজির হন নি। এর আগে নভেম্বর মাসে তিনি দুপুরের খাবারের বিরতিতে কমিশন থেকে পালিয়ে যান।
ফলে কমিশনের প্রধান রেমন্ড জন্ডো এ বিষয়ে সাংবিধানি আদালতে যাওয়ার সিদ্ধান্ত এবং জুমাকে কমিশনে ফিরে আসার জন্য আবারো আদেশ দেন।
কমিশন আরও জানা,জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকার রেলওয়ে এবং বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে একটি এফিডেভিট জমা দেয়ার যে নির্দেশ দেয়া হয়েছিলো তা করেন নি।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিভিন্ন রাষ্ট্রীয় দুর্নীতির অভিযোগে জন্ডো কমিশনের মুখোমুখি হন।