শাপলা টিভি রিপোর্টঃ
গত ২৪ ঘন্টায় দক্ষিণ আফ্রিকায় ৭৬১৬৩ জনের টেস্ট করা হয়েছে। যার মধ্যে আজ নতুন সনাক্ত হয়েছে ২২৪৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৭৪জন। নমুনা পরীক্ষার তুলনায় আজ সংক্রমনের হার কিছুটা ২৯.৩% হয়েছে।
আজও ঘাউটেং প্রভিন্সে নতুন সনাক্ত হয়েছে ১১৬৮০ জন; দ্বিতীয় সর্বোচ্চ সনাক্ত কেপটাউনে (ওয়েস্টার্ণকেপ) ৩২১৫জন।