দক্ষিণ আফ্রিকাশিরোনামস্বাস্থ্যদক্ষিণ আফ্রিকায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে; চলতি সপ্তাহের মধ্যে আজ সর্বোচ্চ আক্রান্তদ্বারা শাপলা টিভি - এপ্রিল ২৪, ২০২১053ShareFacebook Twitter WhatsApp Linkedin Email Telegram VK Viber শাপলা টিভি রিপোর্টঃকরোনায় দক্ষিণ আফ্রিকায় আজ (২৩ এপ্রিল) পর্যন্ত সর্বমোট ৫৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও চলতি সপ্তাহের মধ্যে আজ শুক্রবার সর্বোাচ্চ আক্রান্ত হয়েছে।আজ নতুন সনাক্ত ১৬৩৭; মৃত্যু ৭১জনের। গত ২৪ ঘন্টায় ৩৩৯০৩ জনের টেস্ট করা হয়েছে।