ডেস্ক রিপোর্টঃ
দেশে এই প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে সমুদ্রগামী জাহাজ ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার উপযোগী শুন্য দশমিক পাঁচ মাত্রার লো– সালফার অয়েল আমদানি করলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি)।
১৪ সেপ্টেম্বর (সোমবার) সকালে চট্টগ্রাম বন্দরের মেঘনা জেটিতে প্রায় ১৫ টন লো–সালফার অয়েল নিয়ে একটি জাহাজ ভিড়েছে। এই লো–সালফার যুক্ত অয়েল চাহিদা অনুযায়ী চট্টগ্রাম,পায়রা ও মংলা বন্দরে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজ৭১/জেএম/এআরএন