দ্বিতীয় দিনের মত চলছে নৌ-ধর্মঘট
চট্টগ্রামসহ সারাদেশে একযোগে নৌ ধর্মঘটের ফলে সারা দেশে নদীপথে পণ্য পরিবহন, লোড-আনলোড দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। আড়াই হাজারের বেশি লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, বাল্ক হেড অপেক্ষমাণ চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরের আশপাশের নদীতে। নৌ ধর্মঘটের দ্বীতিয় দিনেও লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির কারণে এসব জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। বিদেশ থেকে গম, সার, তেল, পাথর, ক্লিংকার ইত্যাদি খোলাপণ্য নিয়ে আসা মাদার ভ্যাসেল হিসেবে পরিচিত বড় বড় জাহাজ অলস বসে আছে সাগরে।