শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃতের সংখ্যা আজ ৬০ হাজার ছাড়ালো। করোনার তান্ডবে এই পর্যন্ত ৬০,০৩৮ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৪৩,১৫৫ জনের টেস্ট করা হয়েছে; নতুন সনাক্ত ১২,২২২জন; যার মধ্যে শুধু ঘাউটেং প্রভিন্সে মোট সনাক্তের ৬৯% অর্থাৎ ৮৪০৮ জন। আজ সংক্রমনের হার বেড়ে ২৮.৩% এ উন্নীত হয়েছে; যা খুবই উদ্বেগজনক।
এদিকে, আজ সোমবার পর্যন্ত শিক্ষক সহ সর্বমোট ২৭,৮৭,৯৯৬ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্তমানে দেশটিতে লকডাউন লেভেল-৪ চলছে।