শাপলা টিভি রিপোর্ট-
দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমন হু হু করে বাড়ছে। করোনার ৩য় ঢেউ অল্প কয়েকদিনের মধ্যে আত্মঘাতি হয়ে উঠবে তা কেউ কল্পনা করে নি।
গত ২৪ ঘন্টায় ৭৬,০৭১ জনের টেস্ট করা হয়েছে; যার মধ্যে নতুন সনাক্ত ২১৫৮৪ জন যা ৩য় ঢেউয়ের এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত। নমুনা পরীক্ষা অনুযায়ী আজ সংক্রমনের হার বেড়ে ২৮.৪% এ উন্নীত হয়েছে; যা খুবই উদ্বেগজনক।
এদিকে, আজ দক্ষিণ আফ্রিকায় ৩৮২ জনের মৃত্যুর রিপোর্ট করা হয়েছে যা গতকালের চেয়ে একজন কম। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ২৯ জন। আর ঘাউটেং প্রভিন্সের আক্রান্তের সংখ্যা যেনো কোনভাবেই থামানো যাচ্ছে না; আজও ১২৮০৬ জন সনাক্ত।
উল্লেখ্য, আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৩১৫৫৭১৭ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।