স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ও বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জসিম উদ্দীন হায়দার ও তাঁর ছেলে তাওকির করোনায় আক্রান্ত হয়েছে। গত ১৭ জুলাই করোনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশেনে আছেন। জসিম উদ্দীন হায়দার ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের দায়িত্ব পালন করেন। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে ব্যাপক জনপ্রিয় হন জসিম উদ্দীন। জসিম উদ্দীনের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে তাঁর ছোট ভাই লুৎফুর হায়দার লেনিন তাদের দ্রুত সুস্থতা এবং দীঘার্য়ুর জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।