ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন নাগরিকসেবা দিতে গিয়ে কেউ অনিয়মে জড়িয়ে পড়লে জবাবদিহি করতে হবে । গতকাল সোমবার বিকালে করপোরেশনের প্রকৌশলীদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। হারামের মধ্যে আরাম নেই উল্লেখ করে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে প্রকৌশলীদের প্রতি আহবান জানান। এসময় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ৭১/জেএম