নারায়ণগঞ্জ প্রতিনিধি : আলোচনা- সমালোচনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এসপি জায়েদুল আলম ২০১৬ সালের ২৫ আগষ্ট মুন্সীগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সীগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন এবং সন্ত্রাস ও জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করেন। গত ৩ নভেম্বর স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ হেড কোয়ার্টারে পুলিশ সুপার টিআর (ট্রেনিং রিজাভ) পদে বদলির আদেশের ৪৬দিন পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।