নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বেতনের দাবীতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। গতকাল শনিবার ১২ ই জুন সকাল থেকে আদমজী-নারায়ণগঞ্জ লিং রোডে শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। জানা যায়, ফ্যাশন সিটি শ্রমিক এর ন্যায মজুরির টাকা মাসিক বেতন যথা সময়ে না দেওয়ার কারনে নারী পুরুষ একত্রিত হয়ে আন্দোলন করছেন। রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে, এতে করে সড়কে যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের সকল দাবি মেনে নিলে তারা তাদের আন্দোলন বন্ধ করবেন বলে জানান। গার্মেন্টস শ্রমিক রহিমা জানান, ফ্যাশন সিটিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি,কিন্তু প্রতি মাসে মালিক পক্ষ আমাদের যথা সময়ে বেতন প্রদান করেন না।
ফ্যাশন সিটির জিএম এর সাথে আলাপ করতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। এখন পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।