নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ নাদির ওরফে নাদিরাকে (৩২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি তাজা হাত বোমা, দেশীয় তৈরি একটি চাপাতি ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাদির ওরফে নাদিরার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে নাদির ওরফে নাদিরাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ টি তাজা হাত বোমা, দেশীয় তৈরী একটি চাপাতি ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।