• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সরি, ভারত এবার ইলিশ পাবে না- জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা এবি পার্টির পর এবার নিবন্ধন পেলো ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স নির্বাচনের আগেই সরকার পতন হতো; আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেবো- সালমান এফ রহমান সাবেক রাষ্ট্রদূত নূরে হেলালের বিচার এবং একজন প্রবাসী বান্ধব হাইকমিশনার পাঠানোর দাবীতে সংবাদ সম্মেলন দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাংলাদেশী ব্যবসায়ীকে পরিকল্পিত খুন সাউথ আফ্রিকার জোহানেসবার্গের প্রবীন ব্যবসায়ী শাহ আলম আর নেই ঈগল প্রতীকে নিবন্ধন পেলো এবি পার্টি: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ মোজাম্বিকে আল্লামা সাঈদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী খবরঃ
শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স সাবেক রাষ্ট্রদূত নূরে হেলালের বিচার এবং একজন প্রবাসী বান্ধব হাইকমিশনার পাঠানোর দাবীতে সংবাদ সম্মেলন সাউথ আফ্রিকার জোহানেসবার্গের প্রবীন ব্যবসায়ী শাহ আলম আর নেই মোজাম্বিকে আল্লামা সাঈদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশীর মৃত্যু জোহানেসবার্গে ইসলামিক ফোরাম অব আফ্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দক্ষিণ আফ্রিকার মাফিকিংয়ে অপহরণের ৩দিন পর মিললো প্রবাসী যুবকের লাশ লেনেসিয়াতে ডাকাতিকালে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ; বোন জামাই নিহত দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্টে পরিকল্পিতভাবে সিলেটের যুবক খুন

নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার বরুনের বদলির খবরে হতাশ গ্রাহকরা

Reporter Name / ৩৩৩ Time View
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ব্যবস্থাপক বরুন কুমার রায়ের বদলির খবরে হতাশ হয়ে পড়েছে তিতাস গ্যাসের গ্রাহক ও ঠিকাদার এবং তার সহকর্মীরা। কান্নাজড়িত কন্ঠে গ্রাহকসহ অনেকইে বলেন, মাত্র অল্প কিছুদিন হলো নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বরুন কুমার রায়। বরুন কুমার রায় অল্প কিছুদিনের মধ্যেই গ্রাহক, ঠিকাদার এবং নিজের সহকর্মীদের আস্থা অর্জন করে নিয়েছেন। তিনি ব্যবস্থাপকের দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রাহক হয়রানি বন্ধ ও ফাইল দ্রুত সময়ের মধ্যে হেড অফিসে প্রেরণ করার জন্য তাঁর অধীনস্থ সকলকে নির্দেশ দেন। গ্রাহকদের যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করতেন বরুন কুমার রায়। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন গ্রাহকদের কাছে যা নিজের চোঁখে না দেখলে বিশ্বাস হবে না। বরুন কুমার রায়ের বদলি যাতে না হয় সেজন্য একজন গ্রাহক তার পুরো পরিবার নামাজ পড়ে তার জন্য দোয়া করেছেন বলে জানান গণমাধ্যমকর্মীদের। ওই গ্রাহকের কাছে জানতে চাওয়া হলো কেন তারা ব্যবস্থাপক বরুন কুমার রায়কে নারায়ণগঞ্জে রাখতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমি একজন তিতাস গ্যাসের গ্রাহক। পূর্বের ম্যানেজার এনামুল গ্রাহকদের বিভিন্ন ধরনের হয়রানি করতো আমি নিজেও হয়রানির শিকার হয়েছি। অভিযানের অজুহাত দিয়ে ফাইল আটকিয়ে রাখতো এবং অনেক খারাপ আচরন করতো। এনামুলের এমন হয়রানির বিষয়ে যদি কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে খোজ-খরব নেন তাহলে আমার কথার প্রমান মিলবে। এনামুল চলে যাওযার পর বরুন কুমার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই যেসব ফাইল আটকিয়ে রাখা হয়ে ছিলো সেসব ফাইল হেড অফিস প্রেরনের ব্যবস্থা করেছেন। গ্রাহক, ঠিকাদার, নিজের সহকর্মীদের সাথে গড়ে উঠে বরুন কুমারের সু-সম্পর্ক। তারা আরও বলেন, দীর্ঘদিন নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের যে দুর্নাম ছিলো তা দুর করে দিয়েছেন বরুন কুমার রায় সহ তার ঊর্দ্ধতন কর্মকর্তারা। তাই একজন সৎ ভালো মানুষের বদলি কিছুতেই মেনে নিতে পারছেনা গ্রাহক, ঠিকাদার ও তার সহকর্মীরা। তাই এমন একজন ভালো মানুষের বদলির বিষয়টি তিতাস গ্যাসের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের বিবেচনা করার দাবি।
এদিকে বরুন কুমার রায় যোগদান করার পর থেকেই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ বকেয়া আদায় অনেক গুন বেড়ে যায় এবং বন্ধ হয়েছে গ্রাহক হয়রানি। ইতিমধ্যে তিতাস গ্যাসের পাইকপাড়া, শীতলক্ষ্যা ব্রীজ, মিজমিজি পাইনাদী, দেওভোগ লাইন সংস্কারের জন্য টেন্ডার দিয়েছেন।
গ্রাহকদের দাবি বরুন কুমার রায়ের মত একজন সু-দক্ষ ও সৎ মানুষ নারায়ণগঞ্জ তিতাসে থাকলে তিতাসে ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।


রিলেটেড খবর
bdit.com.bd